রুবলে রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বাটারফ্লাই আইটি জোন ট্যুরস এন্ড ভিসা প্রসেসিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ৬ সেপ্টেম্বর দুপুরে জেলা সদরের গোবিন্দনগর পলিটেকনিক কলেজের বিপরীতে আনুষ্ঠানিকভাবে এ আইটি জোনের উদ্বোধন করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আইটির বিকল্প নেই। প্রতিটি ক্ষেত্রেই এখন আইটির প্রয়োজন রয়েছে। বাটারফ্লাই আইটি জোনের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষন, ওয়েব ডিজাইন, পাসপোর্ট ও ভিসার আবেদনসহ প্রয়োজনীয় সকল কাজ এই প্রতিষ্ঠান থেকে সুবিধা প্রদান করা হবে বলে জানান সংশ্লিস্টরা।
অনুষ্ঠানে বাটারফ্লাই আইটি জোনের চীফ এক্সিকিউটিভ অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান, বাটারফ্লাই আইটি জোনের ম্যানেজিং ডিরেক্টর হারুন উর রশিদ, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুয়েল আলম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট চীফ ইনস্ট্রাক্টর শামিম সুলতান,পলিটেকনিক ইন্সটিটিউটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শাহজাহান আলী, সরকারি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম,ইসলামনগর উচ্চ বিদ্যালযয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, ইসলাম নগর উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইসলাম নগর উচ্চ বিদ্যালযয়ে সহকারী শিক্ষক শহীদুর রহমান শাহিদ, বলরামপুর আদর্শ কলেজের সিনিয়র প্রভাষক সোনা মিয়া,পিক্সেল আইটির প্রোপাইটর আশরাফুল ইসলাম, এ্যপটাচ কম্পিউটারের শাহিন ইসলাম সহ অনেকে।
0 coment rios: