সাদ্দাম হোসেনঃ আজ রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নে বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসা মাঠে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জিপিএ-৫ প্রাপ্ত ২ জন শিক্ষার্থী হলেন- মরিয়ম আখতার চৌধুরী ও জাকিয়া আক্তার জুই।
সংবর্ধনা অনুষ্ঠানে সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুলতান চৌধুরী সভাপতি বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রসা ও সাধারণ সম্পাদক ৭ নং চিলারং ইউনিয়ন আওয়ামীলীগ, আমিরুল ইসলাম প্রধান শিক্ষক বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসা, শিক্ষক-শিক্ষিকা, ম্যনেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
অত্র মাদ্রাসার সভাপতি ও ৭ নং চিলারং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান চৌধুরীর বক্তব্যে বলেন, পৃথিবীকে গড়তে হলে সুন্দর মনের মানুষের প্রয়োজন। আমরা যদি একটি সুন্দর দেশ গঠন করতে চাই, তবে মেধাবী ও সুন্দর মনের মানুষ প্রয়োজন। মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সঙ্গে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।
0 coment rios: