রুবেল রানা, ঠাকুরগাঁওঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশু বৃদ্ধসহ সব বয়সীরা দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা পেয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার খোঁচাবাড়ী আশা এনজিও ব্রাঞ্চ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্তৃপক্ষ।
আশা অফিস খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহিজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বেসরকারি সংস্থা আশার ঠাকুরগাঁও ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন।
ফ্রি মেডিকেল এ ক্যাম্পে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে গর্ভবতী নারীদে পরামর্শ, শিশুদের নানা রকম চিকিৎসা, বয়বৃদ্ধদের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, প্রসাব পরীক্ষা, নেবুলাইজেশন করা। পরিক্ষা শেষে দেয়া হয় ওষুধ। সংস্থাটির এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া আশার আঞ্চলিক ম্যানেজার খনেশ্বর চন্দ্র, হেলথ সেন্টারের ইনচার্জ সারোয়ার উল আলমসহ অনেকে।
এ বিষয়ে আশার ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন জানান, দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা রোগের আক্রান্ত দুইশ জন মানুষকে সেবা প্রদান করা হয়ে। গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবায় কিছুটা এগিয়ে আসার লক্ষ্যই হচ্ছে সংস্থার। আগামীতে সপ্তাহের ৬ দিন এসব সেবা প্রদান করা হবে।
0 coment rios: