সর্বশেষ

Friday, December 15, 2023

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক


 
রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইজাব উদ্দীন অরফে লাবলু (৫০) নামের এক মাদ্রাসার সহকারী প্রভাষক নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী হতে ঠাকুরগাঁও মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঠাকুরগাঁও সদরের ভেলাজান বাজার নামক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় লাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাবলু বালিয়াডাঙ্গী উপজলোর ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে। তিনি ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বায়োলজি বিষয়ের সহকারী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

Wednesday, December 13, 2023

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশু বৃদ্ধসহ সব বয়সীরা দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা পেয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার খোঁচাবাড়ী আশা এনজিও ব্রাঞ্চ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্তৃপক্ষ। 

আশা অফিস খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহিজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  বেসরকারি সংস্থা আশার ঠাকুরগাঁও ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন।

ফ্রি মেডিকেল এ ক্যাম্পে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে গর্ভবতী নারীদে পরামর্শ, শিশুদের নানা রকম চিকিৎসা, বয়বৃদ্ধদের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, প্রসাব পরীক্ষা, নেবুলাইজেশন করা। পরিক্ষা শেষে দেয়া হয় ওষুধ। সংস্থাটির এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা। 

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া আশার  আঞ্চলিক ম্যানেজার খনেশ্বর চন্দ্র, হেলথ সেন্টারের ইনচার্জ সারোয়ার উল আলমসহ অনেকে।

এ বিষয়ে আশার ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন জানান, দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা রোগের আক্রান্ত দুইশ জন মানুষকে সেবা প্রদান করা হয়ে। গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবায় কিছুটা এগিয়ে আসার লক্ষ্যই হচ্ছে সংস্থার। আগামীতে সপ্তাহের ৬ দিন এসব সেবা প্রদান করা হবে।

Monday, December 11, 2023

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জন  কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।  

তারা আরো বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙ্গের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙ্গের ক্যাপসুল  খাওয়ানো হবে। এছাড়া জন্মের পর ছয়মাস পর্যন্ত মায়ের শাল দুধ খাওয়ানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যন্ত প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন।  

এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো আবদুল হান্নান, মেডিকেল অফিসার ডা: শিরিন আক্তারসহ জেলা গণমাধ্যমকর্মীরা। 


Thursday, November 30, 2023

একজন মানবপ্রেমী ও জনবান্ধব ওসি খায়রুল আনামের গল্প

একজন মানবপ্রেমী ও জনবান্ধব ওসি খায়রুল আনামের গল্প


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ পুলিশ হলো সৎ মায়ের সেই অপ্রিয় সন্তান, যাকে যখন যেভাবে খুশি রাঙানো যায়। বিদ্যমান আইন, সমস্যা, বাধ্যবাধকতা যাই হউক, দিনশেষে সবাই ঢালাও ভাবে সমস্ত দায় বর্তায় শুধু সৎ মায়ের ওই অপ্রিয় সন্তান পুলিশের উপরই। আমাদের সমাজের এমন কিছু মানুষের দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধাঙ্গাগুলি দেখিয়ে নিজেকে মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী, সুন্দর মনের অধিকারী হিসেবে মেলে ধরতে সক্ষম হয়েছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আনাম

তিনি বালিয়াডাঙ্গী থানায় যোগদান করেছিলেন  ৩-২-২০২২ ইং সনে। এই সময়ের মধ্যে জেলায় শ্রেষ্ট ওসি হিসেবে ও নির্বাচিত হয়েছেন  এক বার । তিনি শুধু শ্রেষ্ঠ ওসি হিসেবে খাতা পত্রেই নির্বাচিত হননি, থানাটি যোগদানের পর থেকে সর্বোচ্চ কাজ ও পরিবর্তন হয়েছে তার হাত ধরেই। মনোরম পরিবেশে সাজিয়েছেন থানাটিকে।  থানা এলাকাকে মাদক মুক্তকরণ, বাল্য বিবাহকে লাল কার্ড, কমিউনিটি পুলিশিং শক্তিশালি করতে সফল হয়েছেন শতভাগ। প্রত্যেক মাসে চৌকিদারদের সাথে নিয়মিত মত বিনিময়, তাদের ভালো কাজে উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া, চৌকিদারদের ঈদ সামগ্রী বিতরণ এই থানায় শুরু তার হাত ধরেই। তাছাড়া অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উপজেলার বিভিন্ন এতিমখানার ছাত্রদের জন্য প্রায়ই উন্নত মানের খাবারের আয়োজন করা, রক্তদান, স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের সাথে সরব অংশগ্রহন যেন তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। অধূমপায়ী এই ওসি থানায় আগত সকলের অপ্যায়নের জন্য টেবিলের উপর চকলেট রেখে দেন। এক মিনিটের জন্যও কেউ কথা বলতে আসলে তিনি হাসি মুখে বলেন, কষ্ট করে থানায় এসেছেন একটা চকলেট অন্তত খেয়ে যান।

বালিয়াডাঙ্গী থানার এস. আই. (নাম প্রকাশে অনিচ্ছুক) একজনের সাথে কথা হলে তিনি বলেন, ৪ বছর চাকুরির বয়সে অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করার সুযোগ হয়েছে কিন্ত বালিয়াডাঙ্গী থানার ওসি  খায়রুল আনাম স্যারের সাথে কাজ করে আমি যা শিখেছি তা আমার গোটা চাকুরির বয়সে শিখতে পারিনি। তিনি শুধু আমাদের থানার পুলিশদের প্রিয় পাত্র ও অভিভাবকই নন, গোটা বালিয়াডাঙ্গী উপজেলা মানুষের আস্থার ঠিকানা। বালিয়াডাঙ্গী প্রত্যন্ত অঞ্চলে যখন কোন কাজে যাই জনগণ হাসি মুখে এগিয়ে এসে বলে ভাই আপনাদের ওসি সাহেব নাকি অনেক ভালো মানুষ? তখন আনন্দে বুকটা ভরে উঠে যে, এমন একজন সৎ,মেধাবী ও মহান মনের অধিকারী একজন অফিসারের সাথে কাজ করছি। একটা কথা তিনি আমাদের সবসময় বলেন যে, কোন তদন্ত করার সময় বা থানায় আগত কোন লোক তোমাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে তাহলে তার সাথে খুব অন্তরিকতা ও বিনয়ের সহিত কথা বলবে। এ উপদেশটা শুধু আমাদের জন্যই না তিনি নিজেও সর্বদা পালন করেন।

থানার সামনের দোকানে বসে থাকা এক ব্যক্তির সাথে কথা হলে  তিনি বলেন, একজন ওসি থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ সহ তার দায়িত্ব শতভাগ সফল ভাবে পালন করেও যে, আন্তরিকতা ও মানবপ্রেম দিয়ে গোটা উপজেলাবাসীর মন জয় করতে পারে তার এক জলন্ত প্রমাণ আমাদের ওসি খায়রুল আনাম।

Tuesday, November 28, 2023

পদত্যাগ করল বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে

পদত্যাগ করল বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ  ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আলী আসলাম জুয়েল। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পরে ইউএনও'র কাছে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি। 

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার। 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।

আলী আসলাম জুয়েল বলেন, আজ পদত্যাগ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি। ইনশাল্লাহ ঠাকুরগাঁও -২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে। 


Sunday, November 19, 2023

জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা

জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও -২ আসনের এবারের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। যে কারনে এলাকার মানুষের কাছে জনপ্রিয় তিনি। 

বাড়ন্ত বয়সে ঢাকায় ছাত্র রাজনীতি যুক্ত হওয়ার পর মামলা হামলার শিকার হলেও বঙ্গবন্ধুর আর্দশে গড়া দেশ ও বাংলাদেশ আওয়ামীলীগের লালিত হয়ে বিরোধী দলের নির্যাতন নিপিড়নের মধ্যেও রাজনীতির হাল ছাড়নেনি তিনি। 

নিজ এলাকায় এসে যুবলীগে যুক্ত হয়ে পথে প্রান্তে ছুটে চলেন দলকে সু-সংগঠিত করতে। ধীরে ধীরে এলাকার মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন আলী আসলাম জুয়েল।

আর্দশবান নেতা হিসেবে বেশকয়েক বছর আগে যুবলীগের সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আসলাম জুয়েল। আর সে কারনে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ লুফে নেন তিনি। 

তার জীবনে রাজনৈতিকতার গল্পটা কঠিন হলেও কাউকে বুঝতে না দিয়ে ঠাকুরগাঁও-২ আসনের মানুষের সেবা করে গেছেন সমান তালে। গেল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়ের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোট নির্বাচিত হন আলী আসলাম জুয়েল। 

সুযোগ বেড়ে যায় ভোটারদের সেবা করার। এলাকার মানুষের জমি বিরোধ সমাধান, মাদক নির্মূল, সীমান্তে অপরাধ রোধসহ নানা সামাজিক কাজে অগ্রনী ভুমিকা পালন করেন। এতেই এলাকার মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। 

শুধু তাই নয় মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের যে কোন কর্মসুচি পালনে পিছপা হননি তিনি। তার ডাকে প্রতিটি কর্মসুচিতে হাজার হাজার লোকের উপস্থিতিতে সফলতা অর্জিত হয়। 

এছাড়া বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে তার কঠোর নির্দেশনা ছিল। ঠাকুরগাঁও-২ আসনে কথাও দেখা যায়নি অরাজকতা সৃস্টি হতে।  

আলী আসলাম জুয়েল শুধু ঠাকুরগাঁও-২ আসনের জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত এমনটা নয়। তিনি এরই মধ্যে সারাদেশে গরীবের নেতা হিসেবে পরিচিত। 

গরীব দুঃখীসহ সকল শ্রেণী পেশার আস্তাভাজন ও এলাকার জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝি হিসেবে দেখতে এখন মড়িয়া ভোটারা। নিশ্চই দলের নীতি নির্ধারকরা তরুন এই নেতাকে আগামীতে সকলের পাশে থেকে কাজ করার সুযোগ তৈরি করে দেবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। 


Friday, October 20, 2023

টাকার অভাবে চিকিৎসা বন্ধ পীরগঞ্জের সাংবাদিক আইনুলের

টাকার অভাবে চিকিৎসা বন্ধ পীরগঞ্জের সাংবাদিক আইনুলের


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তরুণ সাংবাদিক আইনুলের চিকিৎসা।

জানা গেছে, চলতি বছরের ৮ ফেরুয়ারি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয় সে। সড়ক দুর্ঘটনায় দুই পা অচল হয় তার। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করলেও তার দুই পা দিয়ে এখনো ভর দিয়ে চলাচল করতে পারছেন না তিনি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ আছে বলে জানিয়েছেন তার পরিবার।

দুর্ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক আইনুল স্থানীয় দৈনিক ‘প্রথম বাংলাদেশ’ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের ঠাকুরগাঁও জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা কমিটির দপ্তর সম্পাদক এবং সেই সাথে পীরগঞ্জ ব্লাড ডোনার্স সোসাইটির পরিকল্পনা সদস্য।  বর্তমানে এখন জীবনের ক্রান্তিকাল পার করছেন পীরগঞ্জের এই সৎ সাংবাদিক।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাংবাদিক আইনুলের চিকিৎসায় বাংলাদেশে ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। তাকে ভারতের চিকিৎসা প্রয়োজন বলে চিকিৎসরা জানিয়েছেন।

সেখানে তার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরও প্রায় ৪ লাখ টাকা। কিন্তু এই অর্থের জোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি বা বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার। একটু সহযোগিতায় একটি পরিবার আবার সচল হবে বলে জানিয়েছেন তার পরিবার।

সাংবাদিক আইনুল বলেন আমার এই  বিকাশ নাম্বারে ০১৭১৩৭০৭৮৬৭ সবাই একটু একটু সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবো বলে আশা করছি।  সকলে আমার দিকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন।

 লজ্জা থাকলে আ'লীগে যোগ দিনঃ আলী আসলাম জুয়েল

লজ্জা থাকলে আ'লীগে যোগ দিনঃ আলী আসলাম জুয়েল


রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ তারেক রহমানকে আর বাংলাদেশের ঢুকতে দেওয়া হবে, তারেক দেশকে ধ্বংস করে দিয়েছি। বিএনপির আমলে সাধারণ মানুষ ভয়ে হাট-বাজারে আসতে পারতো না। এখন নিরভয়ে চলাচল করতে পারে। তাদের আমলে কোন উন্নয়ন হয়নি। তাহলে আপনারা কিভাবে বিএনপি করেন, লজ্জা লাগে না। সরকারের এতো উন্নয়ন কি বিএনপির চোখে পড়ে না। লজ্জা থাকলে আওয়ামী লীগের যোগ দিন।

শুক্রবার (২০অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গী  উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত আমজামখোর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়  সুনিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঠাকুরগাঁও -২ আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েল এসব কথা বলেন। এসময় সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।

তিনি বলেন, একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। 

যুব লীগের এই নেতা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর তাই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না। 

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও -২ আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ আসনের কোন কাচা রাস্তা পাওয়া যাবে না। জমি-দখন, মাদক নিরমুল করা হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই। ঠাকুরগাঁও ২ আসনে এবার অনেকেই মনোনয়ন প্রত্যাশী। সাধারণ মানুষ আমাকেও এমপি হিসেবে দেখতে চায়, সত্যিই আমি চিরকৃতজ্ঞ ২ আসনের বাসিন্দাদের প্রতি। এবার আমিও মনোনয়ন চাইবো। নেত্রী যাকে ভালো মনে করবেন তাকে মনোনয়ন দিবেন। তবে আমার নেত্রী যাকেই মনোনয়ন দেওক না কেন আমি নৌকার সাথেই থাকো ইনশাআল্লাহ। 

ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর ইসলাম, আমজামখোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আকালু ইসলাম ডংগা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মতিন।  এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

Friday, October 13, 2023

ঠাকুরগাঁও সড়কের জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ সংশ্লিস্ট কর্তৃপক্ষ

ঠাকুরগাঁও সড়কের জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ সংশ্লিস্ট কর্তৃপক্ষ

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের জমি দখলে করে প্রতিনিয়ত অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা। ফলে সময়মত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত না হওয়ায় জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। আর এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি দখলের পর হাত বদলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন অভিযোগ যেন এখন নিয়মে পরিনত হয়েছে।

খোজ নিয়ে দেখা গেছে, জেলা সদরের বাসস্ট্যান্ড, মুন্সিরহাট, টাংগন ব্রীজ এলাকার জলেশ্বরীতলা, মন্দিরপাড়া, ভুল্লীসহ বেশকিছু স্থানে সড়ক জনপদ বিভাগের জমি অবৈধভাবে দখলের পর হাত বদলে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ নানা স্থাপনা। এসব স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা বছরের পর বছর দখল করে থাকলেও উচ্ছেদে কার্যত প্রদক্ষেপ নেই সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষের।

শুধু তাই নয় সড়ক জনপদ বিভাগের সুত্র বলছে, জেলা শহরের প্রাণ কেন্দ্র টাংগন ব্রীজ এলাকায় সড়কের পাশে কয়েক বছরে ১শ টি পরিবার অবৈধভাবে দখলকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এতে সংকুচিত হয়েছে সড়ক জনপদ বিভাগের সম্পত্তি। আর এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে নজরে আসে সড়ক জনপদ বিভাগ প্রধাণ কার্যালয় কর্র্তৃপক্ষের।

এ অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিতে ২০২০ সাল থেকে কয়েক দফায় চিঠি দেয়া হয় ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে। কিন্তু সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে শুধু চিঠি আদান প্রদান করেন ৩ বছর ধরে। আর এ সুযোগে ওই এলাকায় গড়ে উঠছে আরো নতুন স্থাপনা। আর এসব দখলকারিদের মধ্যে অনেকে চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা। শুধু তাই নয় অসামাজিক কার্যকলাপ পরিচালনারও অভিযোগ রয়েছে। অবৈধ দখলদারিত্বের কারনে ওই এলাকার অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতে ব্যহতের পাশাপাশি রাস্তার প্রসস্তকরণে বাধাঁগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে সড়কের জমি দখল করে থাকা জয়নাল আবেদীন, সাকিব আহম্মেদ, ফরিদ ও মালেকসহ অনেকে জানান, জমি ফাঁকা করতে অনেক আগে সড়ক বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছিল। পরে আর কেউ আসেনি। আমরা এভাবেই আছি। সড়ক বিভাগের লোকজন ব্যবস্থা নিলে আমরা বিকল্প পথ দেখবো।

আর এ বিষয়ে সড়ক ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, সড়কের জমি দখল হচ্ছে সত্যতা স্বীকার করে তিনি বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযান করা হচ্ছে। তবে টাংগন ব্রীজ এলাকায় অবস্থিত স্থাপনা উচ্ছেদে দাপ্তরিক কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Thursday, October 12, 2023

 ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে  ব্যাপক অনিয়ম

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম


রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ সুবিধাভোগীসহ সংশ্লিস্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আর অনিয়মের বিষয়টি খুতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।  


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সাক্ষরিত টিসিবি পন্য বিক্রয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, গেল ৭ অক্টোবর  ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হবে। কিন্তু সেদিন পন্য বিতরণ করা হয়নি। 

পরে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংশ্লিস্ট ডিলারের ইচ্ছেমত স্থান পরিবর্তন করে তা বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যস্থানে। অথচ প্রশাসনের তালিকায় স্থান দেয়া ছিল ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ। 
তারপরেও টিসিবি পন্য বিতরণ হচ্ছে বিভিন্নভাবে খবর পেয়ে   ইউনিয়ন পরিষদ চত্বরে ছুটে আসেন সুবিধাভোগীদের মধ্যে অনেকেই। প্রচারণা ছাড়াই এক স্থানের পণ্য অন্য স্থানে বিতরণের ফলে অনেক ক্রেতা নির্দিষ্ট স্থানে পণ্য কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন। আবার অনেকেই হয়রানি শিকার হয়ে টিসিবির পন্য নিতে ছুটে গেছে ডিলারের মনোনীত স্থান বালিয়াডাঙ্গী উপজেলার পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে। এমন অসস্থায় ক্ষুদ্ধ জনপ্রতিনিধিরাও। 

এসময় পণ্য ক্রয়ে এসে কার্ডধারিরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্যরা আগেই জানিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি দেয়া হবে। অটোভাড়া করে এসে এখন জানতে পারছি পরিষদ থেকে ১০ কিলোমিটার দুরে টিসিবি দেয়া হচ্ছে। এতো খরচ করে টিসিবি নেয়ার চেয়ে না নেয়া ভাল। শুধু হয়রানী করা ছাড়া কিছু না। সরকারি মাল কম দামে পাওয়ার আশায় আসলেও না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।  

ওই ইউনিয়নের ইউপি সদস্য আশরফুল ইসলাম, মুক্তাদুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, কাগজে কলমে আছে টিসিবির পন্য বিক্রি করা হবে ইউনিয়ন পরিষদ চত্বরে। কিন্তু ডিলার কাউকে অবগত না করে তার ইচ্ছেমতো দশ কিলোমিটার দুরে গিয়ে পন্য বিক্রি করেছে। এতে অনেক সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছে। সুবিধাভোগীরা খবর পেয়ে পন্য ক্রয়ে ছুটে আসে ইউনিয়নে কিন্তু আমরা তার উত্তর দিতে পারিনি। আর এটি করা হয়েছে পণ্য লুট করতেই। বিষয়টি দুঃখজনক জানিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।   

অভিযোগের বিষয়ে দুওসুও ইউনিয়নের টিসিবি পণ্যের নির্ধারিত ডিলার রোকনুজ্জামান সায়েদী দাবি করে বলেন, কোন স্থানে পন্য বিক্রি করা হবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন বলেই স্থান পরিবর্তন করা হয়েছে তবে অনিয়ম করে বিক্রির কোন সুযোগ নেই বলে জানান তিনি। 

আর দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: সোহেল রানা জানান, কাগজে-কলমে আমি জানি টিসিবি পণ্য পরিষদ থেকে বিক্রি করা হবে। তাই আমি কার্ডধারীদের  অবগত করেছি। তারা আসছে পণ্য কিনতে কিন্তু ডিলারের কোন খোঁজ নেই। ডিলার আমার কথা শুনছে না তার মত করে সে টিসিবি বিক্রি করছে। জেলা প্রশাসক বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিবেন এমন আশাবাদি তিনি।  

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, সুবিধাভোগীদের স্বার্থে  সার্বিক বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

Sunday, October 1, 2023

 ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলা শহরের ফুড চাইনিজ রেস্টুরেন্ট(টি এফ সি)তে ১ অক্টোবর  রবিবার সকাল সাড়ে ১১ টায় জাঁকজমক ভাবে বহুল প্রচলিত গণমাধ্যম জাতীয়  দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

পত্রিকাটি ৪ র্থ বর্ষ পেরিয়ে ৫ ম বর্ষে পদার্পন উপলক্ষে, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলমগীর হোসেন ও রানীশংকৈল উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন এর আয়োজনে জেলা শহরের( টি এফ সি)চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় পত্রিকাটির জেলা প্রতিনিধি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। সহসভাপতি অশোক কুমার, সময় টেলিভিশনের স্টার্ফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল,বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক,এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু,প্রবীন সাংবাদিক  ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি করিম ইশাহাক, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কুদরত আলী,দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন, ,সহ বিভিন্ন টেলিভিশনের ও দৈনিক পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ সময়  বক্তারা দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার আগামীদিনের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করেন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে উৎসাহ প্রদান করেন।

Saturday, September 30, 2023

তরুন নেতা আলী আসলাম জুয়েলের যুব মহাসমাবেশ জনসমুদ্র

তরুন নেতা আলী আসলাম জুয়েলের যুব মহাসমাবেশ জনসমুদ্র

 

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মাথার ওপর সূর্যের প্রচণ্ড বিকিরণ, পায়ের নিচে উত্তপ্ত পিচঢালা রাজপথ। এরই মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছেন হাজার হাজার মানুষ। হাঁটতে হাঁটতে ঘেমে-নেয়ে একাকার। কিন্তু তারপরও যেন ক্লান্তি নেই কারো চোখে-মুখে। বরং হাতে হাতে জাতীয়-দলীয় পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়াম্যান ও সম্পাদকের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগান করে মুখে মুখে বজ্রকণ্ঠে স্লোগান। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার। ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার, যোগ্য  পিতার যোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা, ঠাকুরগাঁও ২ আসনে জুয়েল ভাইকে “এমপি হিসেবে দেখতে চাই, সুখে-দুঃখে যাকে পাই সে আমাদের জুয়েল ভাই, নেত্রী কাছে একটাই দাবি আলী আসলাম জুয়েল ভাই নৌকার যোগ্য প্রার্থী। বিভিন্ন স্লোগানে নেতাকর্মীরা সমবেত হন সমাবেশস্থলে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে যুব সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামিয়ে স্মরণকালের বড় জমায়েত করে দেখাল বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের আগেই উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত যুব সমাবেশ জনসমুদ্রে পরিণত হয় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠ। পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের সড়কগুলোতেও তিল ধারণের ঠাঁই ছিল না। নীল, সবুজ, হলুদসহ নানা রঙের টি-শাট ও টুপি পরে নেতকর্মীরা বাস, পিকআপ, মোটরসাইকেলে করে আসেন সমাবেশে। অনেকে আবার হেঁটে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী।

গেস্ট অব অনার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড: আবু হাসনাত বাবু।

প্রধান বক্তা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বড় বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বানু লাভলী, জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক হুমায়ূন কবির, বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ।

এরপরই দুপুর সাড়ে ৪টায় এক এক করে মঞ্চে আসেন অতিথিরা। পরস্পর বক্তব্যে বিএনপি দু-একটি সমাবেশ করে যে আতঙ্ক ছড়াতে চায় তার জবাব দিতে আওয়ামী লীগ ও যুবলীগ সর্বদা প্রস্তুত বলে মন্তব্য করেন নেতারা।

প্রভাষক হুমায়ূন কবির বলেন, সরকার জাতীয় যুব কাউন্সিল গঠন করেছে, যুব উদ্যোক্তা নীতি এবং যুব প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সংগতি রেখে যুব প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিকায়ন করেছে। ‘বঙ্গবন্ধু যুব ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যুব কমসংস্থান ও নারীর ক্ষমতায়নে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। জাতীয় যুব পুরস্কার নীতিমালার আওতায় সারা দেশে জাতীয় পুরস্কার দেয়া হচ্ছে।

বিলকিস বানু লাভলী বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়নে নেত্রী রাত- দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কর্মস্থান সৃষ্টি করেছে। এখন কোন নারী বেকার নেই।

বিশেষ অথিতি জুলফিকার আলী বলেন, সরকার যুবকদের উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে, বেকার যুবকদের প্রশিক্ষণ ও প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। যুব কর্মসংস্থানের জন্য যুবদের ঋণ দেয়া হয়েছে। যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে অনুদান দেয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে দলটির নেতাকর্মীরা বিদেশি ঋণ, গণতন্ত্র এমনকি সুযোগ পেলে বাংলাদেশকেও গিলে খাবে।


বিএনপির উদ্দেশ্যে গেস্ট অব অনার এড: আবু হাসনাত বাবু বলেন, পাগলে কি-না কয়, ছাগলে কি-না খায়? ওরা পাগল, ওরা খুনি। তারেক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, খালেদা জিয়াও তো দণ্ডপ্রাপ্ত আসামি। তারা আবার ভয় দেখায়। আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। আওয়ামী লীগ পালানোর দল না। আপনাদের কথা আর দুই-একটি কর্মসূচিতে সরকার পড়ে যাবে না। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ফুঁ দিলেই উড়ে যাবে না।

যুব সমাবেশে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত তিন মেয়াদে যে উন্নয়ন করেছে তা নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে।

নেতাকর্মীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘যুবলীগ কথা রেখেছে। যুবলীগের সম্মেলন জনসমুদ্রে রূপ নিয়েছে।

যুব সমাবেশের সভাপতি মাজেদুর রহমান বলেন, বিএনপি জামায়াত ক্লিন হার্ট অপারেশনের নামে শত শত যুবলীগ নেতাকর্মী হত্যা করেছিলেন। আজকে তারা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে আতঙ্ক ছড়াতে চায়। তাদের যথাযথ জবাব দিতে প্রস্তুত এই যুবসমাজ। তরুণদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ও দেশের উন্নয়নে যুবসমাজকে সংযুক্ত করে তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করছে সরকার। বঙ্গবন্ধু স্বাধীনতার পর জাতীয় উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব কল্যাণমূলক বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছিলেন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তিনি  যুব হোস্টেল ও যুব কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

যুব সমাবেশের প্রধান বক্তা আলী আসলাম জুয়েল বলেন, বিপুলসংখ্যক যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বেসরকারি খাতে ব্যাংক, বীমা, টেলিভিশন এবং রেডিওসহ সবকিছু দিয়েছে। সরকার প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে যেন যুবকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাকরির জন্য বিদেশে যেতে পারে এবং এভাবে তারা তাদের পৈতৃক সম্পত্তি ও জিনিসপত্র সংরক্ষণ করতে পারে। যুবকদের কর্মসংস্থান ব্যাংক থেকে কোনো গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হচ্ছে কারণ তারা যেন উদ্যোক্তা হতে পারে এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আর বিএনপি যুবসমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিলেন। তারা যুবসমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।

আলী আসলাম জুয়েল বলেন, বিএনপি জামায়েত আহাম্মকের স্বর্গে বাস করছে। অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। শত-শত নারীর সম্ভ্রম আপনার নষ্ট করেছেন। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই যুবসমাজ ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ সরকারের গত তিন মেয়াদের সাফল্যগুলো হলো, সমুদ্র বিজয়, পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মেট্রোরেল,  সারা বাংলাদেশ মোদির মসজিদ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সীমান্ত চুক্তি, পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নেতাকর্মীদের কয়েকটি দাবি জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল বলেন, ‘এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি আমার যুবলীগের ভাইদের কাছে দাবি রাখতে চাই। সব দুঃখ-কষ্ট ভুলে গিয়ে, ভাই-ভাইয়ের সাথে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে, নিঃশর্তভাবে ঐক্যের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

আমি বিশ্বাস করি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের মধ্যে যদি ঐক্য-সমন্বয় থাকে, তাহলে কোনো যুদ্ধপরাধী, রাজাকার, আল বদরের বংশধররা বাংলাদেশের মুক্তিযদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করতে পারবে না। যে উন্নয়ন বঙ্গবন্ধুকন্যা আমাদের এ দেশকে দিয়েছেন, সেই অর্জনগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে এবং মানুষকে জ্ঞাত করতে হবে। বিএনপি প্রপাগান্ডার রাজনীতি করে। এ প্রপাগান্ডা আমাদের খণ্ডন করতে হবে। বিএনপির মিথ্যাকে আমাদের সত্য দিয়ে ঢাকতে হবে এবং এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপিকে আমরা পরাজিত করব।

তিনি বলেন, অনেক শান্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রেখেছেন। আমাদের এখন বিনিদ্র রাত কাটিয়ে বঙ্গবন্ধুকন্যাকে রাষ্ট্রীয় দায়িত্বে আনতে হবে। চলেন এ কয়েক মাস আমরা পরিবার-বন্ধু ভুলে গিয়ে শুধু দুটি কথা মাথায় রাখি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা। ৩ মাস পর যে বিজয় আমরা অর্জন করব, তারপর বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্বাধীনতাবিরোধী শক্তি দাঁড়াতে পারবে না।


তিনি আরো বলেন, এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে  যাওয়ার কোন সুযোগ নেই আমাদের। তিনি চাইলে  মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁ ২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো বলে জানান এই তরুন নেতা।

Friday, September 29, 2023

বালিয়াডাঙ্গী আশ্রয় প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী

বালিয়াডাঙ্গী আশ্রয় প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী

 


রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতনিধিঃ ঠাকুরগাঁওয়ে আশ্রয় প্রকল্প (গুচ্ছগ্রামের) অধিবাসীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি আধারদিঘী গুচ্ছ গ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

পরে উপজেলার ভানোর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন তিনি। ঠাকুরগাঁও -২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় মোহাম্মদ আলী বলেন, দেশরত্ন শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা আকাঙ্খার একান্ত বিশ্বস্ত ঠিকানা ও বিশ্বনন্দিত নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার গত তিন মেয়াদে যে উন্নয়ন করেছে তা নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। বর্তমানে বিদেশিরাও বাংলাদেশের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আমি ঠাকুরগাঁও ২ আসনের একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয় এ আসনের  অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।