রুবেল রানা !! ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে মৌসুমী আক্তার (২৫) নামে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
গেল বুধবার (১৯ জুলাই) ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৌসুমি আক্তার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামালার আসামিরা হলো, মোঃ আলী আফসার (৪৬), মোহাম্মদ আলী (৬৫), জুয়েল রানা ও রুনা আক্তার (৩৫)।
মামালার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে নোটারী পাবলিক এফিডেভিট মূলে ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামের মৃত একে আই কলিম উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তার
বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী আফসারের সাথে।
বিয়ের পরে মৌসুমী জানতে পারে আলী আফসার পূর্বেও আরেকটি বিয়ে করেছিলো। এবং তার সন্তানও রয়েছে। স্বামী আফসার এর পরিবার স্থানীয় প্রভাবশালী হওয়ায় তারা এই বিয়ে প্রথম থেকে অস্বীকার করে আসছিলেন। এবং ৫ লাখ টাকা যৌতুক দাবী করেন।
বিয়ের পর থেকেই মৌসুমীর শ্বশুর মোহাম্মদ আলী আফসারের ভাই জুয়েল রানা ও ননদ রুনা আক্তার তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
গত ১০ জুলাই তারা মৌসুমিকে যৌতুকের টাকার জন্য ঘর থেকে বের করে দেয়। স্বামীর বাড়ির সামনে কয়েক ঘন্টা অবস্থান করলেও আফসারের পরিবারের কেউ তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। উপায় না পেয়ে ওই নারী তার বাবার বাড়ি রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামে ফিরে যায়।
পরে ২০১৮ সালের যৌতুক আইন ৩ ধারায় ঠাকুরগাঁও আদালতে তার স্বামীসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মৌসুমী আক্তার জানান, বিয়ের পর থেকেই আফসার, তার বাবা ও ভাই বোন যৌতুকের জন্য প্রতিনিয়তই তার উপর শারীরিক নির্যাতন করে আসছিলো। আফসার তার সাথে প্রতারণা করেছে। আগেও সে আরেকটি বিয়ে করে এবং সন্তানও রয়েছে। আগের বিয়ের বিষয়টি গোপন করেছে।
তিনি আরো বলেন, ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে অভিযুক্তরা তাকে মারধর করে বাড়িতে থেকে বের করে দেয়। পরবর্তীতে আদালতের আশ্রয় নিতে এলে সেখানেও লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়। আফসারের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এটার সুষ্ঠু বিচার চাই তিনি।
অভিযোগ প্রসঙ্গে আলী আফসার এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, মৌসুমী আক্তারের সাথে বিয়ে হয়েছে এটা সত্যি। কিন্তু যৌতুকের জন্য মারধরের বিষয়টি পুরোই মিথ্যা বানোয়াট।
এ বিষয়ে মৌসুমী আক্তারের আইনজীবী নাহিদা পারভিন জানান, গেল বুধবার ভিকটিম মৌসুমী আক্তার যৌতুক আইনে তার স্বামী আলী আফসারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আশা করা হচ্ছে আদালতের মাধ্যমে ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।
0 coment rios: