Wednesday, August 16, 2023

অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবেঃ-মির্জা ফখরুল

রুবেল রানাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিষ্কার করে সরকারকে বলতে চাই অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবে। এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

অন্যথায় এদেশের মানুষ যখন জেগে উঠেছে। তারা জানান দিয়েছে আপনারা আর ক্ষমতায় ক্ষমতায় থাকতে পারবেন না। একতরফা নির্বাচন করার চেষ্টাও করবেন না। করতে দেওয়া হবে না। এদেশের মানুষ তা করতে দেবে না। এখন শুধু আমরা নই, এখন আন্তর্জাতিক বিশ্ব বলছে। অতীতের নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ না হয় তাহলে সেই নির্বাচন গ্রহণ করা হবে না।

সুতরাং আমরা সকল শক্তিতে বলিয়ান মানুষের শক্তিতে বলিয়ান আন্তর্জাতিক শক্তিতে বলিয়ান। সুতরাং সকল শক্তিকে একত্রিত করে আমাদের নেত্রীকে মুক্ত করা তার চিকিৎসার ব্যবস্থা করা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সত্যিকার অর্থে সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। সংসদ বিলুপ্ত করতে হবে। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।

আজকের এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে।

তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় কর্মীসভায় যোগ দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: