রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২২-২০২৩ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে ঠাকুরগাঁও জেলার ১৫ জন দু:স্থ সাংবাদিকের নামে মাথা-পিছু ৫০হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এর মধ্যে দু:স্থ না হয়েও অনুদানের চেক গ্রহন করেছেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সুবিধাভোগীদের মধ্যে ২জন অসাংবাদিক পেয়েছেন এক লক্ষ টাকার চেক।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.অরুনাংশু দত্ত টিটো, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রমুখ।অনুদান প্রাপ্ত সাংবাদিকরা হলেন-ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জাকির মোস্তাফিজ মিলু (এসএ টিভি), এসএম জসিম উদ্দীন (জনকণ্ঠ), ফিরোজ আমিন সরকার (এটিএন বাংলা), রফিকুল ইসলাম রোহান (মাইটিভি), আসাদুজ্জামান (ভোরের দর্পন), শামসুজ্জোহা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), ফাতেমা তু ছোগরা (চ্যানেল ২৪), আব্দুল্লাহ হক দুলাল (দৈনিক উত্তরা), জয়নাল আবেদীন বাবুল (আরটিভি), হারুন অর রশিদ (বাংলাদেশের খবর), শারমিন আক্তার (এশিয়ান টিভি)।
এছাড়াও সাংবাদিকতায় জড়িত না থেকেও ২জন নারী ও পুরুষ মাথাপিছু ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা অনুদানের চেক পেয়েছেন।একজন এনজিও কর্মী তারেক হাসান। তিনি এক সময় সাংবাদিকতা করলেও এখন তিনি শহরের একটি এনজিওর কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তানিয়া আক্তার নামে একজন নারী অসাংবাদিক ৫০হাজার টাকার চেক পেয়েছেন। তিনি আরটিভির সাংবাদিক পরিচয় দিলেও তিনি কোনদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন না।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান,আমরা খোঁজ নেবো। অনেকের নামই আমরা (কমিটি) পাঠিয়েছিলাম। ট্রাস্ট চেক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
0 coment rios: