Friday, December 15, 2023

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক


 
রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইজাব উদ্দীন অরফে লাবলু (৫০) নামের এক মাদ্রাসার সহকারী প্রভাষক নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী হতে ঠাকুরগাঁও মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঠাকুরগাঁও সদরের ভেলাজান বাজার নামক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় লাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাবলু বালিয়াডাঙ্গী উপজলোর ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে। তিনি ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বায়োলজি বিষয়ের সহকারী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

Wednesday, December 13, 2023

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশু বৃদ্ধসহ সব বয়সীরা দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা পেয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার খোঁচাবাড়ী আশা এনজিও ব্রাঞ্চ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্তৃপক্ষ। 

আশা অফিস খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহিজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও  বেসরকারি সংস্থা আশার ঠাকুরগাঁও ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন।

ফ্রি মেডিকেল এ ক্যাম্পে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে গর্ভবতী নারীদে পরামর্শ, শিশুদের নানা রকম চিকিৎসা, বয়বৃদ্ধদের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, প্রসাব পরীক্ষা, নেবুলাইজেশন করা। পরিক্ষা শেষে দেয়া হয় ওষুধ। সংস্থাটির এমন কার্যক্রমে খুশি স্থানীয়রা। 

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া আশার  আঞ্চলিক ম্যানেজার খনেশ্বর চন্দ্র, হেলথ সেন্টারের ইনচার্জ সারোয়ার উল আলমসহ অনেকে।

এ বিষয়ে আশার ডিসট্রিক ম্যানেজার মেজাব উদ্দীন জানান, দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা রোগের আক্রান্ত দুইশ জন মানুষকে সেবা প্রদান করা হয়ে। গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য সেবায় কিছুটা এগিয়ে আসার লক্ষ্যই হচ্ছে সংস্থার। আগামীতে সপ্তাহের ৬ দিন এসব সেবা প্রদান করা হবে।

Monday, December 11, 2023

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 


রুবেল রানা, ঠাকুরগাঁওঃ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জন  কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হবে।  

তারা আরো বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংঙ্গের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংঙ্গের ক্যাপসুল  খাওয়ানো হবে। এছাড়া জন্মের পর ছয়মাস পর্যন্ত মায়ের শাল দুধ খাওয়ানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যন্ত প্রদানে বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরেন।  

এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো আবদুল হান্নান, মেডিকেল অফিসার ডা: শিরিন আক্তারসহ জেলা গণমাধ্যমকর্মীরা।