Thursday, July 27, 2023

এসএসসি-সমমানের ফল প্রকাশ

এসএসসি-সমমানের ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট জিপিএ-৫ পয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫০৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

পরে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফল জানা যাবে তিনভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে নিজেদের প্রতিষ্ঠানের ফলাফলের একটি কপি ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সহজেই ফল জানতে পারবেন।

 দ্বিতীয়ত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট (ফুল মার্কসশিট) ডাউনলোড করতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ- SSC DHA ROLL 2023)। ফিরতি মেসেজে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।

Sunday, July 23, 2023

শাকিল হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রফিকুল কারাগারে

শাকিল হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রফিকুল কারাগারে

রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঞ্চল্যকর মৎসজীবি লীগ নেতা শাকিল হত্যা মামলার প্রধান আসামী ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে নিম্ন আদালত। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমার্পন করলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিয়ষটি মামলা বাদী যুবলীগ নেতা সাঈদ আলম নিশ্চিত করেছেন। 

আদালত সুত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি শাকিল হত্যাকাণ্ডে তার ভাই যুবলীগ নেতা সাঈদ আলমের করা মামলায় গত ২০২২ সালের ৩ নভেম্বর ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন না মঞ্জুর করে মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারাগারে পাঠায় আদালত। পরে ৩০ নভেম্বর একই আদালতে পুনরায় জামিনের আবেদন করলে জামিন পান চেয়ারম্যান। পরে কারামুক্ত হন তিনি। 

 

এরই প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন মামলার বাদী সাঈদ আলম। পরে ওই রিট শুনানিঅন্তে রুল জারি করে উচ্চ আদালত জানতে চান ইউপি চেয়ারম্যানের জামিন কেন বাতিল করা হবে না। 

গত ১২ মার্চ উচ্চ আদালতের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমানের জারি করা রুল আদেশের ওপর গত ১৪ জুন শুনানি হয় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে। সেখানে আদালত ইউপি চেয়ারম্যানের জামিন বাতিল করেন এবং একই সাথে জামিন স্থগিতের আদেশ হাতে পাওয়ার ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমার্পনের নির্দেশ দেন উচ্চ আদালত। 

মামলার বাদী সাঈদ আলম জানান, হত্যা মামলার প্রধান আসামী কিভাবে ১ মাসে জামিনে মুক্ত হয়। নিম্ন আদালতের এমন আদেশ উচ্চ আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। উচ্চ আদালত আমার আবেদন মঞ্জুর করে জামিন বাতিল করে। আজ রবিবার চেয়ারম্যানকে পুনরায় কারাগারে যেতে হয়েছে। আমি আশাবাদী ভাইকে হত্যার ন্যায় বিচার পাবো। 

তিনি আরও জানান, এর মধ্যে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্যের জেরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলমের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাঈদ আলমের ভাই মৎস্যজীবী লীগ নেতা শাকিল আহমেদ মারা যান। 

পরের দিন বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলম। সেই মামলায় ৩ জন আসামী পলাতক রয়েছেন। অন্য আসামীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও জামিনে মুক্ত হয়েছেন।

যৌতুকের অভিযোগে ঠাকুরগাঁওয়ে চার জনের বিরুদ্ধে মামালা

যৌতুকের অভিযোগে ঠাকুরগাঁওয়ে চার জনের বিরুদ্ধে মামালা

 

রুবেল রানা !! ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে মৌসুমী আক্তার (২৫) নামে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।  

গেল বুধবার (১৯ জুলাই) ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৌসুমি আক্তার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 

মামালার আসামিরা হলো, মোঃ আলী আফসার (৪৬), মোহাম্মদ আলী (৬৫), জুয়েল রানা ও রুনা আক্তার (৩৫)। 

মামালার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে নোটারী পাবলিক এফিডেভিট মূলে ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামের মৃত একে আই কলিম উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তার

 বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী আফসারের সাথে। 

 বিয়ের পরে মৌসুমী জানতে পারে আলী আফসার পূর্বেও আরেকটি বিয়ে করেছিলো। এবং তার সন্তানও রয়েছে। স্বামী আফসার এর পরিবার স্থানীয় প্রভাবশালী হওয়ায় তারা এই বিয়ে প্রথম থেকে অস্বীকার করে আসছিলেন। এবং ৫ লাখ টাকা যৌতুক দাবী করেন। 

বিয়ের পর থেকেই মৌসুমীর শ্বশুর মোহাম্মদ আলী আফসারের ভাই জুয়েল রানা ও ননদ রুনা আক্তার তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। 

গত ১০ জুলাই তারা মৌসুমিকে যৌতুকের টাকার জন্য ঘর থেকে বের করে দেয়। স্বামীর বাড়ির সামনে কয়েক ঘন্টা অবস্থান করলেও আফসারের পরিবারের কেউ তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। উপায় না পেয়ে ওই নারী তার বাবার বাড়ি রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামে ফিরে যায়। 

পরে ২০১৮ সালের যৌতুক আইন ৩ ধারায় ঠাকুরগাঁও আদালতে তার স্বামীসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। 

ভুক্তভোগী মৌসুমী আক্তার জানান, বিয়ের পর থেকেই আফসার, তার বাবা ও ভাই বোন যৌতুকের জন্য প্রতিনিয়তই তার উপর শারীরিক নির্যাতন করে আসছিলো। আফসার তার সাথে প্রতারণা করেছে। আগেও সে আরেকটি বিয়ে করে এবং সন্তানও রয়েছে। আগের বিয়ের বিষয়টি গোপন করেছে। 

তিনি আরো বলেন, ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে অভিযুক্তরা তাকে মারধর করে বাড়িতে থেকে বের করে দেয়। পরবর্তীতে আদালতের আশ্রয় নিতে এলে সেখানেও লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়। আফসারের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এটার সুষ্ঠু বিচার চাই তিনি।

অভিযোগ প্রসঙ্গে আলী আফসার এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, মৌসুমী আক্তারের সাথে বিয়ে হয়েছে এটা সত্যি। কিন্তু যৌতুকের জন্য মারধরের বিষয়টি পুরোই মিথ্যা বানোয়াট। 

এ বিষয়ে মৌসুমী আক্তারের  আইনজীবী নাহিদা পারভিন জানান, গেল বুধবার ভিকটিম মৌসুমী আক্তার যৌতুক আইনে তার স্বামী আলী আফসারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আশা করা হচ্ছে আদালতের মাধ্যমে ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।

Saturday, July 22, 2023

 আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছেঃ সুজিত রায় নন্দী

আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছেঃ সুজিত রায় নন্দী

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যদি এক জায়গায় থাকে পৃথিবীর কোন শক্তি নেই ষড়যন্ত্র ও চক্রান্ত করে অগ্রযাত্রা কে ব্যাহত করতে পারে। আমরা কখনোই প্রতিহিংসা বিশ্বাস করি না। আমরা প্রতিযোগিতার বিশ্বাস করি। আমরা সহিংসতা বিশ্বাস করিনা আমরা শান্তি বিশ্বাস করি।

তাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে কোন লাভ হবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবোই। আমরা যে কোন মূল্যে চলমান উন্নয়ন অক্ষুন্ন রাখবো।

নির্বাচনকে কোনভাবেই বানচাল করা যাবে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আগামী জাতীয় নির্বাচন সেভাবেই হবে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বাংলাদেশ পৃথিবীর কোন দেশের চেয়ে বিচ্ছিন্ন দ্বীপ নয়। তাই এ নির্বাচন হবে অবাক সুষ্ঠু নিরপেক্ষ এবং দেশের সকল নিবন্ধিত দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে একটি রাজনৈতিক দলের যেমন অংশগ্রহণের অধিকার রয়েছে অধিকার রয়েছে। এটি গণতন্ত্রের রীতি এবং নীতি। এ নির্বাচন নিয়ে যারা খোলা পানিতে মাছ শিকার করছে সেই শক্তির বিরুদ্ধে বাংলার জনগণ রুখে দাঁড়াবে।

তিনি আজ শনিবার  সকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের শিল্পকলা একাডেমী হলরুমে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা 

সম্পাদক, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অন্যান্য নেতারা।

এর আগে শিল্পকলা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা এবং বেলুন ও পায়রা উড়িয়ে জেলা আ’লীগের বর্ধিত সভার উদ্ধোধন করা হয়। 


Friday, July 21, 2023

ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের কাজে অনিয়ম

ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের কাজে অনিয়ম

 


রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সড়ক জনপদ বিভাগের কাজে অনিয়ম যেন এখন নিয়মে পরিনত হয়েছে। গেল কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠে স্থানীয় ঠিকাদার জামাল হোসেনের বিরুদ্ধে।

অনিয়মের পরেও ওই ঠিকাদার বিরুদ্ধে সড়ক জনপদ বিভাগ  কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেননি। ফলে এবার ওই ঠিকাদারি প্রতিষ্টানের কর্মরতরা সদরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহিয়া পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম করতে গিয়ে ধরা পরেন স্থানীয়দের হাতে। পাথরের বদলে ইটের খোয়া ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে কাজ আটকে দেন তারা। 

গেল বুধবার (১৯ জুলাই) দুপুরে কাজ আটকে দিয়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা।  সড়কটি পৌর এলাকায় মধ্যে থাকায় অনিয়মের বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়। পরে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখতে ছুটে যান ঘটনাস্থলে। 

এসময় পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্টরা ঠিকাদার জামাল হোসেনের নিয়জিত লোকদের কাজ ভালভাবে করার নির্দেশনা দিলে তাৎক্ষণিকভাবে ইটের খোয়া সরিয়ে ফেলেন শ্রমিকরা। যা রিতিমত স্বীকারও করেন তারা। 


চোঁখের সামনে অনিয়মভাবে কাজ সম্পুর্ন করে সরকারের লাখ লাখ টাকা টাকা হাতিয়ে নিলেও সড়ক জনপদ বিভাগ ঠিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অজ্ঞাত কারনে নিশ্চুপ। স্থানীয়রা দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের। সেই সাথে সড়কের কাজ ভাল হলে সাধারণ মানুষ চলাফেরায় সুবিধা পাবে বলে মনে করেন এলাকাবাসি।


আর ঠিকাদারের দায়িত্বর ইঞ্জিনিয়ার উজ্জল নামে একব্যক্তি জানান কাগজপত্রে ইটের খোয়া বা পাথর দিয়ে কাজ করতে হবে এমন উল্লেখ না থাকলেও ইটের খোয়া সরিয়ে ফেলা হয়েছে। এখন পাথর দিয়ে কাজ করা হচ্ছে। 

এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা জানান, স্থানীয়দের অভিযোগে বিষয়টি সত্য। ঘটনাস্থলে গিয়ে বলার পর ঠিকাদারের লোকজন ইটের খোয়া সরিয়ে ফেলে। পরে শুনেছি যেখানে যেখানে পাথর দেয়ার কথা তাই করেছেন তারা। 

আর সড়ক জনপদ বিভাগের উপসহকারি অর্জন রায় অভিযোগের বিষয়টি সত্যতা পেয়েছেন জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তা পরিবর্তন করা হয়েছে জানিয়ে বাকি বিষয় জানাতে অপারগতা প্রকাশ করেন। বিস্তারিত জানতে হলে নির্বাহী প্রকৌশলীর শরণাপন্ন হতে পরামর্শ দেন। 

সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে, বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহিয়া পর্যন্ত পৃথকভাবে প্রায় ২৮০০ মিটার কাজের ব্যয় ধরা হয়েছে  প্রায় অর্ধ কোটি টাকা।

Wednesday, July 19, 2023

নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান: শিক্ষামন্ত্রী

নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান: শিক্ষামন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি বন্ধ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের মৌসুম এলেই তারা (বেসরকারি শিক্ষকরা) এমন দাবি তোলেন। বৈশ্বিক যে আর্থিক অবস্থা, তা বিবেচনায় নিলে এত বড় আর্থিক দায় এখন কাঁধে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

‘তবে আমরা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করবো। গঠিত দুটি কমিটি দেশের বেসরকারি বিদ্যালয়গুলোর জাতীয়করণ সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে একটি কমিটি আর্থিক সম্ভাব্যতা এবং অন্যটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করে দেখবে।’ বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি আরও বলেন, বিরাট একটি অংশ তো আন্দোলনে নেই। আন্দোলন করছেন ছোট একটি অংশ। যারা আন্দোলনে নেই তারাও তাদের সহকর্মীদের বিষয়টি বুঝিয়ে বলবেন। আসলে যেকোনো আন্দোলন চলমান থাকলে একটা পর্যায়ে সেটি আর মূল আন্দোলনকারীদের হাতে থাকে না। সেখান থেকে নাশকতার আশঙ্কাও থাকে। আজকে যারা আন্দোলনে আছেন, তারা কি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? যদি না পারেন, তাহলে বলবো- এমন পরিস্থিতির দিকে বিষয়টিকে নিয়ে যাবেন না, যা খারাপ অবস্থার সৃষ্টি করে। তাই তাদের বলবো- আপনারা ঢাকা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে ফিরে যান।

ডা. দীপু মনি জানান, বেসরকারি বিদ্যালয়গুলোতে বড় ধরনের সরকারের বড় ধরনের আর্থিক সংশ্লেষ রয়েছে। সরকার বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বিনামূল্যের বই, বৃত্তি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ধরনের ল্যাবসহ নানা সুবিধা দিয়ে যাচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানের আয় স্ব স্ব প্রতিষ্ঠানের তহবিলে থাকে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয়করণের জন্য আরও গবেষণার প্রয়োজন। পাশাপাশি এসব প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য যে বড় আর্থিক সক্ষমতা থাকা দরকার, তা বৈশ্বিক সংকটের এ সময়ে কোনো সরকারই পারবে না। তারপরও আমরা আর্থিক সক্ষমতার বিষয়টি বাদ দিয়ে এটি কতটা বাস্তবসম্মত এবং সহজে করা যায়, তা দেখবো।

এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি বন্ধ করা হবে না কি না, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অভ্যন্তরীণ বৈঠকে বসেছেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন বিটিএ’র জেলা, মহানগর ও অঞ্চল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা। বৈঠক শেষে তারা ব্রিফ করবেন।


সূত্রঃ jagonews24.com

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

বুধবার (১৯ জুলাই) মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোরনরত শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর সেটি এখন আর হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান এবং মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

দীপু মনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। এ সময় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।


সূত্রঃ jagonews24.com

Sunday, July 16, 2023

ঠাকুরগাঁওয়ে মুরাদ হত্যার বিচার চেয়ে রাজপথে স্বজনরা, পুলিশের সাথে ধস্তাধস্তি

ঠাকুরগাঁওয়ে মুরাদ হত্যার বিচার চেয়ে রাজপথে স্বজনরা, পুলিশের সাথে ধস্তাধস্তি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এগারো বছর বয়সী মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে পরিবারের স্বজন ও স্থানীয়রা।

প্রকৃত আসামীদের আইনের আওতায় আনতে সড়ক অবরোধ করে দাবি তুলেন তারা। এ অবস্থায় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে আটকা পরে চার উপজেলায় প্রবেশ প্রথের যানবাহন। 

সন্তান হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধে অংশ নিয়ে কান্না করছিলেন মমতাময়ী মা মুক্তা বেগম। হাত জোর করে পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছিলেন মামলার আসামীদের আইনের আওতায় এনে বিচারের।    

এগারো বছর বয়সী মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচিতে অংশ নেয় পরিবারের স্বজন ও স্থানীয়রা। মামলা হলেও আসামীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় রাজপথে এমন আন্দোলনে ফুঁসে উঠেন তারা।  

দেড় ঘন্টা বেশি সময় ধরে জেলার চারটি উপজেলার প্রবেশমুখে যানবাহন আটকা পরে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অবরোধ তুলে নিতে অবরোধকারিদের অনুরোধ জানানোর পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছত্রভঙ্গ করার ভুমিকা পালন করে পুলিশ। এসময় পুলিশ ও অবরোধ কারিদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে প্রশানের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে এসে অবরোধকারিদের আশস্ত করলে প্রতিবাদের পর অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। 

স্বজন ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, মামলায় একজনকে গ্রেফতার করে পুলিশ । সেই আসামী জামিনে মুক্তি পেয়ে হুমকি ধামকি দিচ্ছে। বাকি আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। হত্যার ঘটনায় অভিভাবকরা শিশুদের পাঠদানে পাঠাতে ভয় পাচ্ছে। এমন ঘটনার বিচার না হলে এমন ঘটনা পুনরায় ঘটনার শংকা রয়েছে। তাই অবিলম্বে সুষ্ঠ বিচারের দাবি করেন তারা।
    
অবরোধকারিদের আশস্ত করে সদর সার্কেল মিথুন সরকার জানান, আসামীদের দ্রুত আইনের আওতায় হবে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী বের করবে পুলিশ। 

জেলা সদরের মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতে মুরাদ হোসেন। গেল তিন মে নিখোজের পরদিন মাদ্রাসার পাশে ভুট্টা ক্ষেতে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। এ ঘটনায় লাশ উদ্ধারের দু’দিনপর নিহত শিশুর বাবা দারুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা করে। এরপর পুলিশ মাসুদ রানা নামে একজনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পায় সে।   

Friday, July 14, 2023

চা-সিগারেট একসঙ্গে পানে হতে পারে যে ক্যানসার

চা-সিগারেট একসঙ্গে পানে হতে পারে যে ক্যানসার

লাইফস্টাইল ডেস্কঃ সকালে ঘুম থেকে উঠতেই কমবেশি সবাই চায়ের কাপে চুমুক দেন। আবার দিনের বিভিন্ন সময় ক্লান্তি কাটাতে অনেকেই বেশ কয়েক কাপ চা পান করেন।

যদিও ভেষজ চায়ের স্বাস্থ্য উপকারিতা অনেক। তবে অনেকেই গরম চা পান করার সঙ্গে সঙ্গে ধূমপান করেন, যা হতে পারে ক্যানসারের কারণ।

এমনিতেও ধূমপান ক্যানসারের কারণ। তবে ধূমপায়ীরা একথা জেনেও সতর্ক হন না। একই সঙ্গে গরম চা ও সিগারেটের যুগলবন্দি স্বাস্থ্যঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে বলেই জানায় এক গবেষণা।

অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন নামক চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় চীনের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

গবেষণা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদপান করেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষকরা প্রায় ৯ বছর ধরে ৩০-৭৯ বছর বয়সী ৪ লাখ ৫৬ হাজার ১৫৫ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণাটি পরিচালনা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, অত্যধিক গরম চা, ভারী অ্যালকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বাড়িয়ে দিতে পারে।

চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ডা. ক্যানকিং ইউ’র নেতৃত্বের দলটি দেখেছে, উচ্চ-তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু শ্যারকস বলেছেন, ‘আমরা চীনের তুলনায় পশ্চিমে কম তাপমাত্রায় চা পান করি। যা খাদ্যনালীর জন্য কম ক্ষতিকর।’

‘যদিও গবেষণাটি চীনের জনসংখ্যার সঙ্গে প্রাসঙ্গিক। তবে বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ চীনের তুলনায় একটু কম গরম পানীয় পানেই অভ্যস্ত। যা তুলনামূলক কম ক্ষতিকর।’

তামাক ও অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্যানসারের মতো মারণ রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান ও মদ্যপানের অভ্যাসথেকে দূরে থাকা জরুরি। এই অভ্যাসগুলির সঙ্গে যদি জোট বাঁধে গরম চা, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পায়।


সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে/দ্য গার্ডিয়ান

Thursday, July 13, 2023

সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই

সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই

সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রতন সরকার (৪৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।


তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
সময় সংবাদের রংপুর প্রতিনিধি ও রতন সরকারের সহকর্মী রেদওয়ান হিমেল জানিয়েছেন, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ঢাকায় এসেছিলেন রতন। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার (সাবেক কেবিনেট সচিব ও পানি সম্পদ মন্ত্রণালয় সচিব) এর সঙ্গে সাক্ষাৎ করে তারা বিকেলেই আবার ফিরে যান। সৈয়দপুর হয়ে রংপুর ফিরে সবাই একসঙ্গে চা খেতে বসেছিলেন। সে সময় রতন সরকার অসুস্থ হয়ে পরেন। পরে তিনি সন্ধ্যায় স্ট্রোক করলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের প্রতিনিধি দল নিয়ে কবীর বিন আনোয়ারের সঙ্গে সাক্ষাতকালে ফ্রেমবন্দি রতন সরকার (সর্ব বামে)।

পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত সপ্তাহিক নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার।

রংপুরে বসবাস করলেও রতনের পৈত্রিক নিবাস নীলফামারীতে। তিনি নীলফামারী শহরের প্রগতিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। রাতেই মরদেহ নিয়ে যাওয়া হয় জন্ম স্থান নীলফামারীতে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
ব্যারিস্টার সুমনের উদ্যোগে ৫ শতাধিক আমের চারা বিতরণ

ব্যারিস্টার সুমনের উদ্যোগে ৫ শতাধিক আমের চারা বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ও শায়েস্তাগঞ্জ জেনন ফ্রেন্ডসের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাধিক আমের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারিস্টার সুমন।

এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সোহাগ প্রমুখ।


সূত্রঃ jagonews24.com

রোববার থেকেই টিসিবির কার্ডে ওএমএসের চাল

রোববার থেকেই টিসিবির কার্ডে ওএমএসের চাল

 


আগামী রোববার থেকেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি পাঁচ কেজি করে ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল পাবেন।

খাদ্য অধিদপ্তর ও টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে টিসিবি খাদ্য অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছে।

এ চিঠি সূত্রে জানা যায়, রোববার (১৬ জুলাই) থেকেই প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চলতি বছরের জুলাই থেকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে খাদ্য অধিদপ্তররের চালও বিক্রি শুরু হচ্ছে।

এর আগে খাদ্যমন্ত্রী অবশ্য টিসিবির পণ্যের সঙ্গে চাল দেওয়ার কথা বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছিলেন, যা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

চিঠিতে বলা হয়, টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ১৬ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে।

অর্থাৎ এখন থেকে টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পাঁচ কেজি করে চাল পাবেন। যার মূল্য হবে প্রতি কেজি ৩০ টাকা। কার্ডধারীরা এসময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে, যা রোববার শুরু হচ্ছে।

ওই চিঠিতে বলা হয়, টিসিবি কর্তৃক পণ্যের বরাদ্দপত্র তৈরি করে সব বিভাগীয় কমিশনার, ডিসি অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রক/উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করতে হবে। টিসিবির ডিলাররা বরাদ্দপত্র মোতাবেক ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমাদান পূর্বক ডিসি অফিসের গুদাম বা টিসিবির গুদাম হতে বরাদ্দকৃত পণ্য নিয়ে তাদের নিজস্ব বিক্রয়কেন্দ্রে বা দোকানে বিক্রি করবে। টিসিবির ডিলারা সব পণ্য সমন্বয় করে সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবেন এবং নির্ধারিত হারে কমিশনপ্রাপ্ত হবেন।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, গরিব ও নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে এক কোটি কার্ডধারীকে প্রতি মাসে অন্তত একবার বিভিন্ন পণ্য দিচ্ছে টিসিবি। এর মধ্যে একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে ডাল ও এক কেজি চিনি পাচ্ছেন। এখন চাল দেওয়ার কার্যক্রম শুরু হলে একজন ক্রেতা এসব পণ্যের পাশাপাশি চালও কিনতে পারবেন।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এদিকে ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতিতে সংসারের খরচের চাপ কমাতে টিসিবির চালে কিছুটা স্বস্তি পাবে মানুষ। কারণ ঢাকার বাজারে এখন মোটা চালের দামও কেজিপ্রতি ৫৫ টাকায় উঠেছে। যা পূর্বের যেকোনো সময়ের থেকে সর্বোচ্চ।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান জাগো নিউজকে বলেন, ‌টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল দেওয়া নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে গরিব ও নিম্নআয়ের মানুষ সুফল পাবে। তবে গরিবদের টিসিবির কার্ডধারী বানাতে হবে। এক্ষেত্রে আবার কিছু সমস্যার কথা আমরা শুনেছি। এখনো অধিকাংশ গরিব মানুষ কার্ড পায়নি।


সূত্রঃ jagonews24.com

বিশ্ববিদ্যালয় অনুমোদনে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালী

বিশ্ববিদ্যালয় অনুমোদনে ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের আনন্দ র‍্যালী

 

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে  আনন্দ র‍্যালী করেছে শিক্ষকরা। 

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালিটি বের হওয়ার আগে অডিটোরিয়াম চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। জেলা আওয়ামী লীগের  সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলুসহ জেলা ও উপজেলা আ'লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দিন আল আজাদ,স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকতা, শিক্ষক, অভিভাবকরা অংশ নিয়ে বক্তব্যে বলেন, মন্ত্রীপরিষদে  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে। কয়েক বছর আগে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় হবে। নেত্রী তার কথা রেখেছেন। এজন্য  ঠাকুরগাঁও জেলারবাসির পক্ষ থেকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি করে বলেন, বিমানবন্দরটি চালু হলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নসহ কর্মসংস্থান সৃস্টির পাশাপাশি   উন্নয়নের রোল মডেল জেলায় পরিনত হবে।

সেই সাথে বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার খুলবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এ জেলা। 

সংক্ষিপ্ত বক্তব্য শেষে আনন্দ র‌্যালিটি বের হয় সেখান থেকে এতে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই অংশ নেন। 

Tuesday, July 11, 2023

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়ম কাজ বন্ধের নির্দেশ কর্তৃপক্ষের

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়ম কাজ বন্ধের নির্দেশ কর্তৃপক্ষের

 


রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে পাঁকা রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

সোমবার জেলা সদরের গড়েয়া বাগেরহাট এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটর জামালের নির্দেশে নিয়জিত শ্রমিকরা বৃষ্টির মধ্যেই দায়সারাভাবে রাস্তার কাজ শেষ করছিলেন। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কার্পেটিং না করেই সিল কোড করছিল। এসময় বাঁধা দেয় স্থানীয়রা। স্থানীয়রা বৃষ্টির কারনে কাজ না করতে বাঁধা দিলেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সড়ক জনপদ বিভাগের উপ-সহকারী অর্জুন রায়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অভিযোগের বিষয়টি উঠে আসে। এমন দায়সারা কাজ করে সরকারের টাকা হাতিয়ে নেয়া ও মানসম্মত কাজ না করার অভিযোগ খতিয়ে দেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।  

তবে বৃষ্টির সময় কাজ বন্ধ রাখার দাবি করলেও কার্পেটিং না করেই সিল কোড করছিল এমন বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বর ম্যানেজার সেলিম। 

যা রিতিমত অনিয়ম। পরে সড়ক জনপদ বিভাগের উপ সহকারী অর্জুন রায় তাক্ষনিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। 
অভিযোগের বিষয়ে সড়ক জনপদ বিভাগের উপ সহকারী অর্জুন রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, রাস্তা কার্পেটিং সিল কোড করছিল যা অনিয়ম তাই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে ঠিকাদার জামালকে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে সিদ্ধান্ত দিবেন। 

আর অনিয়মের বিষয়ে সত্যতা যাচাইয়ে ঠিকাদার জামালের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।  
সংশ্লিস্ট প্রতিষ্ঠানের তথ্য মতে, ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের তত্বাবধানে সদরের গড়েয়া বাজারে প্রবেশ সড়কের শ্বশান ঘাট থেকে ১৮শ মিটার এ কাজের ব্যয় ধরা হয় ৪২ লাখ টাকা।

Saturday, July 8, 2023

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ব্যপক ভাংচুর, আটক-১

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ব্যপক ভাংচুর, আটক-১


রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে দিনের বেলায় প্রশাসনিক কার্যালয়ে এমন ঘটনাকে আতঙ্কের কারন হিসেবে দেখছেন স্থানীয়রা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতল ভবনের প্রতিটি কক্ষের জানালার কাচের গ্লাস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এক প্রান্ত থেকে অরেক প্রান্তের সবগুলো গ্লাস ভেঙ্গে ফেলায় আতঙ্কের কারন হিসেবে দেখছেন স্থানীয়রা।

আজ শনিবার সকাল সাড়ে আটটায় গ্লাস ভাংচুরের সময় নারায় তকবির আল্লাহ হুআকবর বলে চিকৎকার করছিল এক ব্যাক্তি। যা মোবাইলে ধারনকৃত ভিডিও থেকে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে। এসময় পুলিশের এক এসআই আহত হয়।

ভাংচুরের ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ সুপার, থানা ও হাজতখানা জেলা প্রশাসকের সন্নিকটে হলেও এতোগুলো গ্লাস দীর্ঘ সময় ধরে ভাংচুর করাকে পুলিশের গাফিলতিকে দায়ি করছেন স্থানীয়রা।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের কোন গাফিলতি ছিলনা জানিয়ে প্রকৃত বিষয় উদঘাটনে কাজ করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Monday, July 3, 2023

ভক্তদের উন্মাদনা না দেখেই ঢাকা ছাড়লেন মার্টিনেজ

ভক্তদের উন্মাদনা না দেখেই ঢাকা ছাড়লেন মার্টিনেজ

 


বিশ্ব সংবাদ ডেস্কঃ বাংলাদেশে আসার আগ্রহ নিজেই প্রকাশ করেছিলেন। তবে এই দেশে তার সাধারণ ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা হয়নি। হোটেলবন্দী সময়, সৌজন্য সাক্ষাৎ আর কালো কাচে ঘেরা গাড়িতেই আটকে ছিল এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা সফর।

বাংলাদেশে যে আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা, তার কিছুই দেখে যেতে পারেননি মার্টিনেজ। আনুষ্ঠানিক কিছু কার্যক্রমের মধ্যে দিয়েই শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষকের সংক্ষিপ্ত সফর।

আজ (সোমবার) বিকেল ৪টা ৪০ মিনিটে দিকে ঢাকা ত্যাগ করেছেন মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের পরবর্তী গন্তব্য ভারতের কলকাতা। ভারতে তিনদিন থাকবেন মার্টিনেজ, অংশ নেবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে।

আজ ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছিলেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। সবমিলিয়ে তার ভ্রমণ ছিল ৩০ ঘণ্টার বেশি।

ঢাকায় প্রায় ১১ ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মার্টিনেজ। শাহজালাল বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যান হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রাম করে স্পন্সর প্রতিষ্ঠানের অফিসে যান। তারপর সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংক্ষিপ্ত সময়ের এই সফরে মার্টিনেজকে সম্মাননা জানানো হয় তাকে আনা স্পন্সর প্রতিষ্ঠানের কার্যালয়ে। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

মাশরাফির দুই সন্তানকে নিজের সাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ‘বাজপাখি’র একটি মুর্যাল।

এরপর মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের সাক্ষর সংবলিত একটি জার্সি উপহার দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক।

সূত্রঃ jagonews24.com

১২ কেজির এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

১২ কেজির এলপিজির দাম এখন ৯৯৯ টাকা

বিশ্ব সংবাদ ডেস্কঃ দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজিতে এবার ৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৩ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৪৬ টাকা ৫৯ পয়সা, যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা।

সূত্রঃ jagonews24.com

Sunday, July 2, 2023

একদিনে এলো আমদানির ৫৫ টন কাঁচা মরিচ

একদিনে এলো আমদানির ৫৫ টন কাঁচা মরিচ

ফাইল ছবি
বিশ্ব সংবাদ ডেস্কঃ  ঈদের ছুটির পর আজ রোববার (২ জুলাই) ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এর মাধ্যমে আমদানির অনুমতি দেওয়া কাঁচা মরিচের মধ্যে ৯৩ টন দেশে এলো।

রোববার কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির পরে আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে।

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

আর ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।

হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় গত ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার (২৫ জুন) সারাদিনে কাঁচা মরিচের ৩০টি আইপি-তে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সরকার আমদানির অনুমতি দেওয়ার পরও একদিনের ব্যবধানে ২৬ জুন রাজধানীর বাজারগুলোতে কেজিতে কাঁচামরিচের দাম ১০০ টাকা বেড়ে যায়। ২৫ জুন কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁয়েছিল। ২৬ জুন তা আরও বেড়ে ৪০০ টাকা হয়।

ঈদের পর কাঁচা মরিচের দাম বাড়ার পালে আর এক দফা হাওয়া লাগে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা বিক্রি হয়। তবে আজ দাম কিছুটা কমে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

Saturday, July 1, 2023

ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৭ ব্যাচের প্রথম ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৭ ব্যাচের প্রথম ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

 

রুবেল রানাঃ ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৭ ব্যাচের প্রথম ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপি নানা কর্মসুচির মধ্যদিয়ে পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। 

সকালের শুরুতে ব্যাচের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা টিশার্ট, ক্রেস্ট ও ব্যাগ গ্রহন করেন। পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন ৯৭ ব্যাচের সদস্যরা। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসব মুখোর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যা লি নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ব্যাচের সদস্য ও পরিবারের সদস্যরা । এ সময় ঘোড়া ও মহিশের গাড়িতে প্রদক্ষিনসহ আতোশবাজিতে মুখোরিত হয়ে উঠে জেলা শহর। শহর ঘুরে এইস্থানে গিয়ে শেষ হয় র্যা লিটি। এতে পরিবারের সদস্যরাও ছাড়া গুণীজনেরা অংশ নেয়। র্যা লি শেষে কিছুটা বিরতীর মাঝেই চলে সকালের নাস্তা। 

পরে অডিটরিয়াম চত্বরে শিশু কিশোরসহ সব বয়সীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় বিতরণ করা হয় দুপুরের খাবার। ব্যাচের সদস্য ও পরিবারের সদস্যরা ছাড়াও আপ্যায়ন করা হয় সংবাদকর্মী, অনুষ্ঠানের সাজ সজ্জা ও বিভিন্ন কাজের সাথে জড়িতদের।

দুপুর গড়িয়ে যখন বিকেল তখন উপস্থিত সবাইকে নিয়ে হয় র্যাপফেল ড্র। এতে অংশ নেয়া বেশ কয়েকজনকে পুরস্কার প্রদান করা হয়। 

একই সময়ে আখতারুজ্জামান, একেএম সেলিম, সালেহা খাতুন, কাকন চক্রবর্তী, খন্দকার মোজাম্মেল হক, হাফেজ মুহম্মদ রশিদ আলম, আব্দুল গোফরান, পিযুষ কান্তি রায়, মুহাম্মদ জালাল উদ দ্দিন, শঙ্কর কুমার ঘোষসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের আমন্ত্রন জানিয়ে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়। এরই মধ্যে প্রদান করা হয় বিকেলের নাস্তা। কিছুটা বিরতী সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দিনটি উপলক্ষে নানা কর্মসুচি পালন করে ৯৭ ব্যাচের সদস্যরা। আর এ রিইউনিয়নে জেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশ প্রাক্তন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অংশ নেয়। 

৯৭ ব্যাচের সদস্যরা জানান, প্রথম বারের মত ঠাকুরগাঁওয়ে ৯৭ ব্যাচের রিইউনিয়ন পালন করা হয়েছে। যা অনেক ভাল লাগার বিষয় অনেকে দেশ ও দেশের বাইরে থেকে স্বশরিরে অংশ নিতে না পারলেও বিভিন্নভাবে আমাদের সাথে ও পাশে ছিল। পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন উপভোগ করা ব্যাপক উৎসাহের বিষয়। আমরা চেস্টা করবো প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করার।