Saturday, August 26, 2023

ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে

ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দক্ষতা উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নীতি ও নৈতিকতা  সম্পর্কে অবহিতকরণে ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।


আজ শনিবার (২৬ আগস্ট) সকালে  তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধিনস্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ  পিআইবি'র আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়।    

উদ্বোধনী অনুষ্ঠানে ও প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবি'র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ জেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রশিক্ষক ও সাংবাদিক নেতারা বলেন বস্তু নিষ্ঠু সংবাদ তৈরিতে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষন গ্রহন করা হবে তত বেশি দক্ষতা বাড়বে।

আর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জনের পর সমাজে ভাল সংবাদ পরিবেশনে ভুমিকা রাখবে। হতে পারে নীতিবাচক বা ইতিবাচক সংবাদ। তবে উঠে আসবে সত্য ঘটনা। তবে কোন পক্ষ পাতিত্ব নয় সংবাদের উপর নির্ভর করে পক্ষ ও বিপক্ষের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তা প্রচার করতে হবে। তাই সকল গণমাধ্যমকর্মীদের এ প্রশিক্ষনের আওতায় আনতে ধাপে ধাপে প্রশিক্ষন দিচ্ছে পিআইবি।

Thursday, August 24, 2023

 ঠাকুরগাঁওয়ে স্টিফান তির্কীকে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

ঠাকুরগাঁওয়ে স্টিফান তির্কীকে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

রুবেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে  স্টিফান তির্কী হত্যাকান্ডের প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিক এর ব্যানারে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মন্দিরপাড়া সেন্ট মাদার তেরেজা স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের।

স্টিফান তির্কীর স্ত্রী ভের্নিকা খালকো স্বামী হত্যার বিচার চেয়ে  বলেন, আমাদের জাতী ভাই আজকে আমার স্বামীকে হত্যা করবে ভাবতে পারিনি। আমি আমার স্বামির হত্যাকারি জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি চাই। এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

স্টিফান তির্কীর দুই মেয়ে রজলীন ও দীপ্তি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই। জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি। যারা আমার বাবাকে আমাদের কাছ থেকে কেরে নিয়েছে তাদের ফাঁসি চাই সরকার ও প্রশাসনের কাছে এই আবেদন বলে তারা কান্নায় ভেঙে পড়েন ।

পরে সেখানে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির এসে তাদেরকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনা ঘটার দু ঘন্টার মধ্যে আমরা হত্যাকারিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। এবং আসামী জবানবন্দি দিয়েছে যে তারাই হত্যা করেছে। এই ঘটনায় হত্যাকারীর অবশ্যই বিচার হবে, এবং সর্বোচ্চ সাজা তাদের হবে বলে আশ্বস্ত করেন ।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাকোপ খালকোর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্গা, সাংগঠনিক সম্পাদক জোসপিনা এক্কা, প্রচার সম্পাদ বেনেদিক কুজুর, আদিবাসী সমাজ কমিটির সভাপতি জোয়াকিম এক্কাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পৌর শহরের পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফান রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্টিফান তিরকির হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গেলো রোববার (২০ আগষ্ট) ঠাকুরগাঁও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

Saturday, August 19, 2023

ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে আবারো অনিয়ম

ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে আবারো অনিয়ম

ঠাকুরগাঁওয়ে সড়কের কাজে আবারো অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ অবস্থায় ক্ষুদ্ধ স্থানীয়রা। 

গেল বুধবার জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে ধর্মঘড় পর্যন্ত বিভিন্নস্থানে রাস্তা সংস্কার কাজে করার সময় নানা অনিয়ম চোঁখে পরে স্থানীয়দের। 

এ সময় স্থানীয়রা সড়ক জনপদ বিভাগের এ কাজ বাস্তবায়নকারি ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল হোসেনের লোকদের ভালভাবে কাজ সম্পূর্ন করার অনুরোধ জানালেও তারা তাদের ইচ্ছেমতো কাজ শেষ করায় ক্ষুদ্ধতা প্রকাশ করেন। 

স্থাণীয়দের অভিযোগ, তরিঘরি করে কাজ শেষ করতে রাতের আধারে সড়ক সংস্কার করেছে ওই ঠিকাদারের লোকজন। নিম্নমানের বিটুমিন দিয়ে পাথর মিশ্রন করায় কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে। কোন রকমে কাজ শেষ করেছেন তারা। কাজ চলাকালিন সময়ে সংশ্লিস্ট বিভাবে কোন লোককে তদরকি করতে দেখা যায়নি। 

সংশ্লিস্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে স্থানীয়রা বলেন, সদ্য শেষ হওয়া কাজটি পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হোক। তা না হলে সরকারের টাকা অযথা নস্ট হবে। কিছুদিন পরে আবারো সেই রাস্তার কাজ করতে হবে। 

এ বিষয়ে ঠিকাদার জামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠো ফোনে পাওয়া যায়নি। 

অনিয়মের বিষয়ে ঠাকুরগাঁও সড়ক জনপদ বিভাগের উপ-সহকারি  

প্রকৌশলী গোপি কান্ত পাল দাবি করে বলেন, মানসম্মত সামগ্রী দিয়েই সব কাজ সম্পূর্ন  করা হয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। 

সড়ক জনপদ বিভাগের তথ্য মতে, নেকমরদ থেকে ধর্মগড় পর্যন্ত সড়ক সংস্কারে ৪৯০ মিটারসহ বেশকয়েটি কালভার্টের কাজ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১ কোটিরও বেশি। 

Thursday, August 17, 2023

ঠাকুরগাঁওয়ে দুই অসাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক

ঠাকুরগাঁওয়ে দুই অসাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২২-২০২৩ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে ঠাকুরগাঁও জেলার ১৫ জন দু:স্থ সাংবাদিকের নামে মাথা-পিছু ৫০হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এর মধ্যে দু:স্থ না হয়েও অনুদানের চেক গ্রহন করেছেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সুবিধাভোগীদের মধ্যে ২জন অসাংবাদিক পেয়েছেন এক লক্ষ টাকার চেক।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.অরুনাংশু দত্ত টিটো, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রমুখ।

অনুদান প্রাপ্ত সাংবাদিকরা হলেন-ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জাকির মোস্তাফিজ মিলু (এসএ টিভি), এসএম জসিম উদ্দীন (জনকণ্ঠ), ফিরোজ আমিন সরকার (এটিএন বাংলা), রফিকুল ইসলাম রোহান (মাইটিভি), আসাদুজ্জামান (ভোরের দর্পন), শামসুজ্জোহা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), ফাতেমা তু ছোগরা (চ্যানেল ২৪), আব্দুল্লাহ হক দুলাল (দৈনিক উত্তরা), জয়নাল আবেদীন বাবুল (আরটিভি), হারুন অর রশিদ (বাংলাদেশের খবর), শারমিন আক্তার (এশিয়ান টিভি)।

এছাড়াও সাংবাদিকতায় জড়িত না থেকেও  ২জন নারী ও পুরুষ মাথাপিছু ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা অনুদানের চেক পেয়েছেন।একজন এনজিও কর্মী তারেক হাসান। তিনি এক সময়  সাংবাদিকতা করলেও এখন তিনি শহরের একটি এনজিওর কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তানিয়া আক্তার নামে একজন নারী অসাংবাদিক ৫০হাজার টাকার চেক পেয়েছেন। তিনি আরটিভির সাংবাদিক পরিচয় দিলেও তিনি কোনদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন না।

এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান,আমরা খোঁজ নেবো। অনেকের নামই আমরা (কমিটি) পাঠিয়েছিলাম। ট্রাস্ট চেক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

Wednesday, August 16, 2023

এইচএসসি পরীক্ষা শুরু

এইচএসসি পরীক্ষা শুরু

 

দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। ৮টি বোর্ডের ১ হাজার ৩৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

এদিকে, সকাল সাড়ে ৯টায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন।

এ বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

অন্যদিকে প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো। এরমধ্যে অন্যতম, কোচিং সেন্টার বন্ধ রাখা। গত ১৪ আগস্ট থেকে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষা অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন।

তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ায় আগামী ২৭ আগস্ট এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।

অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবেঃ-মির্জা ফখরুল

অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবেঃ-মির্জা ফখরুল

রুবেল রানাঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিষ্কার করে সরকারকে বলতে চাই অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দিতে হবে। এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

অন্যথায় এদেশের মানুষ যখন জেগে উঠেছে। তারা জানান দিয়েছে আপনারা আর ক্ষমতায় ক্ষমতায় থাকতে পারবেন না। একতরফা নির্বাচন করার চেষ্টাও করবেন না। করতে দেওয়া হবে না। এদেশের মানুষ তা করতে দেবে না। এখন শুধু আমরা নই, এখন আন্তর্জাতিক বিশ্ব বলছে। অতীতের নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ না হয় তাহলে সেই নির্বাচন গ্রহণ করা হবে না।

সুতরাং আমরা সকল শক্তিতে বলিয়ান মানুষের শক্তিতে বলিয়ান আন্তর্জাতিক শক্তিতে বলিয়ান। সুতরাং সকল শক্তিকে একত্রিত করে আমাদের নেত্রীকে মুক্ত করা তার চিকিৎসার ব্যবস্থা করা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সত্যিকার অর্থে সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। সংসদ বিলুপ্ত করতে হবে। এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।

আজকের এই আন্দোলন আমাদের জীবন মরণের আন্দোলন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে।

তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় কর্মীসভায় যোগ দেন।

Tuesday, August 15, 2023

শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করলো বিজিবি

শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করলো বিজিবি

রুবেল রানাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  ঠাকুরগাঁওয়ের গরিব ও দুস্থ দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডারগার্ড বিজিবি।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি'র ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার ১৫ই আগস্ট বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানির আওতাধীন বগুলাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্তঘেষা অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিজিবি কর্মকর্তাগণ।

একই সাথে চিকিৎসকের মাধ্যমে শারীরিক চিকিৎসা সেবা প্রদানসহ  প্রত্যেক দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, ৫০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল তানজির আহমেদ, বিজিবি হাসপাতালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, মেজর ডা: সামিয়া, মেজর ডা: রাশেদ, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু, বেউরঝাড়ী বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার এন্তাজুল ইসলাম। এছাড়াও গণমাধ্যম কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রত্যেকটি উৎসব ও বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষ মানুষের পাশে দাঁড়ায় বিজিবি।

খাদ্য সামগ্রীসহ চিকিৎসা সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিজিবি সব সময় সহায়তা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানান বিজিবি সংশ্লিষ্টরা।

Monday, August 14, 2023

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক আমির দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

২০১৯ সাল থেকে কাশিমপুর কারাগারে আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।

মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। পরে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

সূত্রঃ jagonews24.com

প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস

প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস


রুবেল রানাঃ রোপা পদ্ধতিতে শতভাগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন উৎপাদনে আখ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলস্ কৃষি বিভাগের আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ এলাকার মহেশপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএসএফআইসি  গ্রেট-১ এর চেয়ারম্যান আরিফুর রহমান অপু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁ সুগার মিলে ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এর লিফ গ্রোয়িং ম্যানেজার (ন্যাশনাল) বেলায়েত আলী আহসান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আরএসআরএস ঠাকুরগাঁওয়ের আনিসুর রহমান,কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপক কৃষি আবু রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, আখের ফলন বৃদ্ধিতে প্রযুক্তি মাধ্যমে এরমধ্যে বেশ কিছু এলাকায় আখ রোপণ করা হয়েছে। যা এখন দৃশ্যমান। সেই সাথে কৃষকের জন্য সুখবর রয়েছে তা হচ্ছে সরকারের পক্ষ থেকে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

যা সংশ্লিষ্ট সবার জন্য খুশির খবর। আজকের মাঠ দিবসের আয়োজন মূলত চাষীদের সাথে সমন্বয় করে কিভাবে আখের উৎপাদন বৃদ্ধি করা যায়। রোপা পদ্ধতিতে আখ রোপন করলে আখের ওজন বৃদ্ধির পাশাপাশি অন্য ফসল করার জন্য সময় সাশ্রয় হয়। এতে কৃষক অনেকটাই লাভবান হবেন। 

এছাড়া বক্তারা আখ রোপনের ক্ষেত্রে নানা পরামর্শ তুলে ধরেন। সেই সাথে সকলের সমন্বয়ে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা চান বক্তারা। 


Friday, August 11, 2023

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের (করোনা) কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’

এসময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন, তাদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খান প্রমুখ।

সূত্রঃ jagonews24.com

এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে নাঃ-মির্জা ফখরুল

এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে নাঃ-মির্জা ফখরুল

 

ফাইল ছবি

এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগই একমাত্র দাবি বিএনপির। এ দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দিবে? এসময় নেতাকর্মীরা বলেন, না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

বিচার বিভাগ ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।

নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। একটাই দাবি, দাবি কী? তখন তিনি নেতাকর্মীদের সঙ্গে বলেন, শেখ হাসিনার পদত্যাগ।

মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে। বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তাতে কি আন্দোলন থেমে গেছে। থামানো কি যায়? না।

বিএনপি মহাসচিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। কোনোভাবেই আমাদের আটকানো যাবে না।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন, না হলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, জহিরুল হক শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।


সূত্রঃ jagonews24.com

সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা

সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কর্পোরেট কোম্পানিগুলোর  সিন্ডিকেটের কবলে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মুরগির খামারিরা। তাদের ইচ্ছেমত নিয়মিত বাজার নিনয়ন্ত্রণের কারনেই নি:স্ব এখন অনেক খামার। আর এ কানরেই বাজারের মাঝে মাঝেই হু হু করে বাড়ছে ডিমের দাম।  

হঠাৎ করে দু'সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে বেড়েছে  ডিমের দাম। যেখানে দু সপ্তাহ আগে পাইকারি বাজারে একহালি ডিম খামার পর্যায়ে বিক্রী হয়েছে ৪০-৪২ টাকা দরে। সেখানে বর্তমানে প্রতি হালি ডিম বিক্রী হচ্ছে ৪৫-৪৬ টাকায়।

তবে এসব ডিম পাইকারি বাজারে গিয়ে হালায় ১ টাকা বেশি দরে বিক্রি করলেও খুচরা পর্যায়ে ৫০-৫৫ টাকায় বিক্রী হচ্ছে। এতে নাজেহাল ক্রেতারা।

খামারিদের অভিযোগ, জেলার দুটি কর্পোরেট কোম্পানির কাছে জিম্মির কারনেই এমন অবস্থার সৃস্টি হয়েছে। তারা প্রতিদিন মোবাইলে খুদে বার্তা দিয়ে দাম বেধে দিচ্ছে। আবার খামারিরা খামার সচলের মাধ্যমে উৎপাদন বাড়ালে তারা দাম কমিয়ে দিচ্ছে। ফলে এক পর্যায়ে গিয়ে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন খামারিরা। ফলে বাজার কোনভাবেই স্থিতিশীল থাকছে না।

খামার সংশ্লিস্টরা জানান, বাজার স্থিতিশীল না থাকার পেছনে সব চেয়ে দায়ি কর্পোরেট কোম্পানি তাদের হাতে জিম্মি সবাই। আজ যদি খামারিরা স্বাধীনভাবে মুরগি ও ডিম কেনাবেচা করতে পারতো তাহলে খামারগুলো বন্ধ হতো না। উৎপাদন বাড়লেই তারা দাম কমিয়ে দেয়। যা দীর্ঘ সময় থাকে। যখন খামারিরা খামার বন্ধ করে দেয় তখন আবার বাজারে মুল্য বাড়ায়।  

সদর উপজেলার পল্লী বিদ্যুত এলাকার আইয়ান পোল্টি খামারের উদ্যোগতা বেলাল হোসেন জানান, সরকার যদি বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রন করতে পারে। তাহলে খামারিরা আবার ফিরে আসবে। তা না হলে কখন দাম বাড়বে কখন দাম কমবে কর্পোরেট কোম্পানির লোকজনই ঠিক করবে।

Wednesday, August 9, 2023

 ঠাকুরগাঁও সহ দেশের ১২ জেলা ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

ঠাকুরগাঁও সহ দেশের ১২ জেলা ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

রুবেল রানা, ঠাকুরগাঁওঃ  দেশের ১২ জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলাকেও  ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষনা দেন।

এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটোসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার পাঁচটি উপজেলার মধ্যে আজ ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলাকে ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো। এর আগে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলাকে মুক্ত ঘোষনা করা হয়েছে। অর্থ্যাৎ ঠাকুরগাঁও জেলাকে ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো এ অনুষ্ঠানের মাধ্যমে।

ঠাকুরগাঁও জেলায় আশ্রয়ণ প্রকল্পের মোট ৮১৮৭টি ঘর নির্মান করা হয়েছে। যা পর্যায়ক্রমে সুষ্ঠ তালিকার মাধ্যমে ভুমি ও গৃহহীনদের ঘর বরাদ্দ চলমান রয়েছে।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা আরো জানান, প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ সম্পূর্ন করার মধ্য দিয়ে ভুমি ও গৃহহীনদের মাঝে সুষ্ঠ ভাবে বন্টন করা হচ্ছে। ভুমি ও গৃহহীনমুক্ত ঘোষণার পরেও যদি কোন ভুমি ও গৃহহীন থাকে তাকেও ঘর বরাদ্দ প্রদান করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন করে যে ১২টি জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেছেন তা হলো- ঠাকুরগাঁও,মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, নওগাঁ, পাবনা,দিনাজপুর,নাটোর,কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।


Thursday, August 3, 2023

বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

 

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেয়াসহ নাশকতায় নেতৃত্ব দেয়ার অভিযোগে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে হানিফ ফ্লাইওভার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নাশকতার দুই মামলায় সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি ছিল না। ওইদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, কয়েকদিন আগে যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তারা অবৈধ সমাবেশ করেছিলেন। সেখানে পুলিশ বাধা দিলে হামলা করেন বিএনপি নেতারা। এছাড়া কয়েকটি বাসেও আগুন দেন তারা।  এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারি বিভাগ তাকে গ্রেফতার করেছে।

সূত্রঃ bonikbarta.net

ঠাকুরগাঁওয়ে ২১ বছর পর চালু হলো রেশম কারাখানা

ঠাকুরগাঁওয়ে ২১ বছর পর চালু হলো রেশম কারাখানা

রুবেল রানাঃ একুশ বছর ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি আবারো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। তবে সরকারিভাবে নয়, এবার চালু হয়েছে বেসরকারি উদ্যোগে। কারখানাটি চালু হওয়ায় খুশি সংশ্লিস্টরাসহ সবাই।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারখানাটি উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় সুপ্রিয় গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, রংপুরের আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব উল হক, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মোদ্দাচ্ছের হোসেন, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদসহ অনেকে।

২০০২ সালে জেলার ভাড়ি শিল্প রেশম কারখানাটি বন্ধ হলেও সরকারিভাবে বার বার চালুর উদ্যোগেও আলোর মুখ দেখেনি। তবে এবার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি উদ্যোগে চুক্তিভিত্তিতে কারখানাটি আবারো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এতে দীর্ষ প্রত্যাশার প্রতিফলন ঘটেছে ঠাকুরগাঁওয়ের মানুষের।

কারখানাটি চালু হওয়ায় এরইমধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। নারী পুরুষ উভয়েই যোগ দিয়েছে সুতা থেকে কাপড় উৎপাদনে। তবে প্রাথমিক পর্যায়ে বিশটি মেশিনে কাপড় উৎপাদনে কাজ করছেন শ্রমিকরা। প্রতিটি মেশিন চলছে সমান তালে।

এ কারখানাটি চালু হওয়ার ফলে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, থ্রি-পিচসহ পনের ধরেন কাপড় উৎপাদন হবে।

দেড়যুগের বেশি সময় বন্ধ থাকা কারখানাটি চালু হওয়ায় একদিকে যেমন রেশম কর্তৃপক্ষের সাথে জড়িতরা কার্যক্রমে ফিরেছে। অন্যদিকে স্থানীয় শ্রমিক, চাষিদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। দুয়ার উম্মোচন হয়েছে ব্যবসা বাণিজ্যের। তবে সকলের সহযোগীয় কারখানাটি সচল রাখার দাবি এখন সবার।

রেশম উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় সাড়ে তিন একর জমিতে নির্মাণ হয় কারখানাটি। জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে। পরে ২০০২ সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় কারখানাটি।